আলোকিত বন্ধু,
________মোঃ নাইমুল হাসান বশির
বন্ধুর বাড়ির মাতম হাওয়ায়
ফুলের গন্ধ আসে,
আলোকিতোর ভালোবাসায়
আমার হ্রদয় হাসে।
আলোকিতোর বন্ধুরা আজ
স্পাইসি রমনায়
সেই খুশিতে আত্মহারা
প্রাণ জুড়িয়ে যায়,
আমার হৃদয় ভুবন জুড়ে
তোদের বসবাস
তোদের ঘিরে আমার স্বপন
জাগায় মনে আঁশ।
আমার হৃদয় সবটা দিয়ে
করছি তোদের বরণ
বন্ধু আমার বাকি জীবন
করিস না যে হরন।
মনটা শুধু চায় যে তোদের
নেই তো কোন বারন?
বাসতে ভালো চায়যে তোদের
নেইযে কোন কারন।
Please follow and like us: