ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তিই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক:   যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য বলেছেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। ছাত্রলীগের অনেক ইতিহাস-ঐতিহ্য রয়েছে। মুক্তিযুদ্ধসহ দেশের সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ছাত্রলীগের অসাধারণ ভূমিকা রয়েছে। ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি দেশকে বাঁধাগ্রস্থ করতে পারবে না।

বৃহস্পতিবার যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাবেক ছাত্রনেতা সুখেন মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিখিল শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন

Please follow and like us: