স্টাফ রিপোর্টার, একাত্তর নিউজ ২৪ঃ
দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে আজ ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন করলেন যশোরের প্রথম আলো জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম ।
৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি মহোদয়
স্বশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর বাণীবন্ধ বক্তব্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ,
দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (অনুসন্ধান) ও মো. জহুরুল হক (তদন্ত) এবং দুদক সচিব মাহমুদ হোসেন মহোদয় পুরস্কারের স্মারক (ক্রেস্ট), সনদপত্র ও চেক হাতে তুলে দেন।
মনিরুল ইসলাম বলেন,পেশাগত মুকুটে নতুন পালক যোগ হওয়ায় সাংবাদিকতা জীবনের এই অর্জন আমাকে বহুদূর এগিয়ে নিবে বলে আমি বিশ্বাস করি।
আরও বলেন, এই সাফল্য অর্জনের সাথে সাথে আরো বেড়ে গেলো পেশাগত দায়িত্ব ও কর্তব্য।
ঢাকা শিল্পকলা একেডেমি মঞ্চে এই অনুষ্ঠান হয়।