পরীমণি কান্ডে নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরী আটক-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ টুয়েন্টিফোর ডটকম ডেক্সঃ

মাদক মামলায় গ্রেফতার হওয়া ঢাকাই ছবির নায়িকা পরীমণির সঙ্গে নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরীর অনৈতিক কাজের সহযোগিতা করার জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার (০৬ আগস্ট ২০২১) সন্ধা সাড়ে ৬টার দিকে পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে গ্রেফতার করা হয়েছে।

 

ঢাকা মাহানগর গোয়েন্দা পুলিশর যুগ্ম কমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ বলেন, ‘পরীমণির সঙ্গে এক নারীর সংশ্লিষ্টতার বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য ডিবির একটি টিম চয়নিকা চৌধুরীকে আটক করেছে বলে আমার কাছে খবর এসেছে।’

 

এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা চৌধুরী।

Please follow and like us: