একাত্তর নিউজ, যশোর অফিস :
স্বাস্থ্য ফিট তো সব ঠিক। ফ্রি মেডিকেল সেবার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ সেবার লক্ষ্যে বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা গ্রামের সামাজিক সংগঠন “আলোকিত জয়ান্তা ” ও প্রেসক্লাব বসুন্দিয়া আয়োজন করেছিল ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম।
আজ২০ শে মার্চ,২০২১ইং রোজ শনিবার সকাল ১০ থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত চলমান এই কার্যক্রমে প্রায় ২০০ মানুষ নানান জটিল কঠিন রোগের কার্যকরী চিকিৎসা পেলেন সম্পুর্ন বিনা মুল্যে। কামাল হোসেন সভাপতি, প্রেসক্লাব বসুন্দিয়া তাার প্রচেষ্টা এবং যশোরের জিডিএল হাসপাতালের সহযোগিতায় আয়োজিত মেডিকেল সেবায় রুগী দেখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মোক্তারুল হক শুভ, গাইনী ডাঃ মোছা রহিমা খাতুন এবং দন্ত চিকিৎসক গোলাম নবী সোহাগ।
এছাড়া ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করে তুহিন।
সাধারণ মানুষের অভিমত এই রকম চিকিৎসা কার্যক্রম মাঝে মাঝে আয়োজন হলে সকলের অনেক কল্যান হবে।