শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
যশোর-সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (জগনাথপুর) ফকিরপাড়া দ্রুতগতির ব্যাটারী চালিত ভ্যানের ধাক্কায় টিটু মোল্যার শিশু মেয়ে তানিশা (৫) নিহত।
জানা যায় পাশ্ববর্তী বিনিময়পাড়ার শওকতের ছেলে জাহিদের ব্যাটারীচালিত দ্রুতগতির ভ্যানে আজ বিকেল সাড়ে তিনটায় জগন্নাথপুর ফকিরপাড়াস্থ্য বাড়ীর সামনের পাকা রাস্তায় ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৯টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এখবর এলাকায় পৌঁছালে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।
হাইকোর্টের নির্দেশে ব্যাটারী চালিত ভ্যান/ রিক্সা বন্ধের ঘোষণা করা হলেও প্রশাসনের তেমন কোন ততপরতা দেখা যায় না। এভাবে প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটে চলেছে এমন দূর্ঘটনা। এমন চলতে থাকলে না জানি আরও কত মায়ের বুক খালি হবে। এ ব্যাপারে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।