সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ যশোরের বাঘারপাড়ায় মানব পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও সংস্থা – (disrupting cross border trafficking network project Bangladesh,) ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আওতায় ১৬ই মার্চ সকাল ১০টায় স্হানীয় ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদে, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাঈদ সরদারের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য লুৎফর রহমান, সাদেকুর রহমান, সুলতান মাহমুদ রাজা, তোরাব আলী, আব্দুল হামিদ বিশ্বাস, নূর জালাল খান, শহিদুল ইসলাম, জাহিদ হোসেন সরদার, মহিলা ইউপি সদস্য রেহানা খাতু, শিউলী খাতুন, আরজিনা খাতুন, ইউপি সচিব শহীদ ইকবাল দ্বীপ, সাংবাদিক সাঈদ ইবনে হানিফ, শিক্ষক নারায়ণ চন্দ্র, নিকাহ রেজিস্ট্রার কারি আব্দুল মালেক, শিক্ষিকা জ্যোৎস্না মিত্র,
সুবিধাভোগী শারমিন আক্তার, মোনায়েম হোসেন, মনিরুজ্জামান, জরিনা খাতুন, সবুজ খান ও সেলিম রেজা, মতবিনিময় সভায় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন এইচ আর এলএস অফিসার মোঃ রোস্তম আলী। বক্তারা এ সময় মানব পাচার প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।