বিবেকের উদ্দ্যেগে উদবাস্তু মানুষের মাঝে রুটি ও হাসের মাংস বিতরণ

http://www.71news24.com/2019/03/18/1128

 

স্টাফ রিপোর্টার, একাত্তর নিউজ : আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস ২০২২ উপলক্ষে বিবেক সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উদ্দ্যেগে উদবাস্তু মানুষের মাঝে রুটি ও হাসের মাংস বিতরণ করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে যশোর রেলস্টেশনে এ খাবার বিতরণ কর্মসূচী সফল করা হয়। কর্মসূচীর সৌজন্যে ছিল নবনির্মিত রুচিশীল রেস্তোরাঁ যশোর শহরের বকচর এলাকার জেস ফুডপার্ক।

সোমবার রাতে যশোর রেলস্টেশনে পথে রাত্রীযাপন করা প্রায় অর্ধশত মানুষের মাঝে এ রুটি হাসে মাংস বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন জেস্ ফুডপার্কের সত্ত্বাধিকারী রুবেল হোসেন, বিবেক সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল ইসলাম অভি, সহ- সভাপতি আশিকুর রহমান টনি, দপ্তর সম্পাদক এ্যান্টনি দাস অপু, সাংগঠনিক সম্পাদক এমএইচ উজ্জ্বল, ত্রাণ দূর্যোগ বিষয়ক সম্পাদক আসিফ সেতু, উপ দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, নির্বাহী সম্পাদক আমিরুল ইসলাম ও টিটু মিলন, সুমন হোসেন।

 

Please follow and like us: