একাত্তর নিউজ, যশোর অফিস :
যশোরে শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম। সারাদেশের ১০০৫ টি টিকা কেন্দ্রের মধ্যে আজ রোববার সকালে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে টিকা প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়। যশোরে করোনার টিকা প্রদান শুরুর মধ্য দিয়ে
সকালে অন্যান্যের মধ্যে আরও টিকা গ্রহণ করেছেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বিএমএ’র সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু, উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন,
যশোর জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত।যশোরে করোনার টিকা প্রদান শুরু সাত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একই সময় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি জানান, শুধুমাত্র নিবন্ধিতরাই এই টিকা গ্রহণের সুযোগ লাভ করবেন। টিকা গ্রহণের পর সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সিভল সার্জন শেখ আবু শাহীন ও প্রেসক্লাব যশোরের সভাপতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা সবাই এটা স্বাভাবিক হিসেবে অভিহিত করে বলেন, টিকা নিয়ে অহেতুক গুজব ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। এটা সবাইকেই গ্রহণ করা উচিত।