যশোর-সাতক্ষীরা সড়কে কাভার্ডভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছেন

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

আজ শুক্রবার সকালে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের ব্যাগারীতলায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান, হোটেলের মধ্যে ঢুকে গেলে চাপায় এই পাঁচ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন।

 

নিহতরা হলেন, তহিদুর রহমান (৩৫), মীর সামছুর রহমান (৬০), হাবিবুর রহমান (৫২), হাবিবুর রহমানের ছেলে তাওসিফ (৭), ও  জিয়াউর রহমান (৫০)।

 

স্থানীয় সূত্রে জানাযায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারীতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচ জনের মৃত্যু হয়।

 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কাভার্ড ভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।

Please follow and like us: