ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের রসুলপুর কাশফুল কুরআন মাদ্রাসার শিক্ষক মীম বদরুজ্জামানের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তরা বলেন, দুর্নীতিবাজ, লম্পট, একাধিক ছাত্র বলাৎকারকারী, কাশফুল মাদ্রাসার ভন্ড শিক্ষক অবিলম্বে গ্রেফতার না করা হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় রসুলপুর কাশফুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার সামনে এ মানববন্ধন পালিত হয়। রসুলপুরবাসীর আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-দৌলা- সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফারহা দীবা খান সাথী, নাসির উদ্দিন খান, মনিরুল ইসলাম জুয়েল, সাইদুর রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি মহিদুল ইসলাম, মো. নোবেল হাসান, মোঃ অনিক ইসলাম, মোঃ লিটন, রতন, মোঃ হারুন উর রশিদ, মোঃ বিপ্লব হোসেন, আখতারুজ্জামান আক্তার, মোঃ তৌহিদ হাসান, সরদার নাসির, মোঃ রওশন আলী, মোঃ রজন, মোঃ হাবিবুল্লাহ হোসেন, মোঃ আব্দুস সবুর গাজী, মোঃ খোকন, মোঃ আসমাউল হাসান, ওয়াজেদ আলী গাজী প্রমুখ। এ সময় মানববন্ধনে বক্তারা কাশফুল মাদ্রাসার ভন্ড শিক্ষক মীম বদরুজ্জামান-কে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান । এই ভ- শিক্ষক এমন জঘন্য কাজ ছাত্রের সাথে না করতে পারে সে জন্য প্রশাসনের কাছে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছেন এলাকাবাসী।
সাতক্ষীরায় রসুলপুরে ছাত্র বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: