অভয়নগরের প্রেমবাগে একরাতেই দুর্ধর্ষ ২ চুরির ঘটনায় আতষ্কিত এলাকাবাসী -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

একাত্তর নিউজ ২৪ স্টাফ রিপোর্টারঃ অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নে এক রাতেই ২টি চুরির ঘটনায় ভীত এলাকাবাসী। গত (১৮/১২/২০২০) রাতে আনুমানিক ২/৩ টার সময় প্রেমবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড মাগুরা গ্রামের শেখপাড়ার কাচামাল ব্যাবসায়ী মোঃ আলমগীরের বাড়ী থেকে ৩টি গরু এবং একই গ্রামের ইছের কুড় নামক মাঠ থেকে পল্লী বিদ্যুতের ১টি খুটি থেকে ৩টি ট্রান্সফারমার চুরির দুধর্ষ ঘটনা ঘটেছে। এঘটনায় অত্র এলাকার জনমনে ভীতি দেখা দিয়েছে, সেই সাথে চুরি হওয়া বাড়িতে যেনো শোক নেমে এসেছে। গরু মালিক আলমগীর এবং ট্রান্সফারমারের পীলারের দুরত্ব বেশি না হওয়ায় এলাকাবাসীর ধারনা ২টি চুরিই একই চক্রের। তবে গরু মালিক আলমগীর কাউকে সন্দেহ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেরকম কাউকে তার সন্দেহ হয় না। রাত ৪টার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখেতে পায় একটি গরুও গোয়াল ঘরে নেই, তার কান্নায় এবং চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। একটি গাভীর  কিছুদিন পরে বাচ্চা হবে বলে তিনি জানান। চোর চক্রকে ধরতে আলমগীরসহ এলাকাবাসী প্রসাশনের সহায়তা কামনা করেছেন। অপর ঘটনায় ট্রান্সফারমারের ভেতরের তরল পদার্থ মাটিতে পড়ে থাকতে দেখা যায়, ট্রন্সফারমার চুরি হওয়ার সংবাদ পেয়ে যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর আওতায় সাব-অফিস চেঙ্গুটিয়া (অভয়নগর)-তে দায়িত্বরতরা সরজমিনে গিয়ে চুরিকৃত ট্রান্সফারমারের পীলারটি দেখেজান। তবে মুঠোফোনে ঘটনা পরিদর্শনকৃত বিদ্যুত কর্মকতাদের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব না হওয়য় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছুই জানা যাইনি।

 

গত ২০১৯ সালের শীত মৌসুমে এই প্রেমবাগেই গরু চুরির ঘটনায় ২/৩ চোর গণপিটুনিতে নিহত হন। এবছরও শীত শুরু হতে না হতেই গরু চুরির ঘটনা শুরু হয়েছে। স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য জানান রাতের বেলা গ্রামে কোনপ্রকার টহল বা পাহারার ব্যবস্থা না থাকায় এতবড় চুরি সম্ভব হয়েছে। মাগুরাসহ প্রেমবাগের সর্ব সাধারনরে দাবি এরকম চুরির ঘটনা থেকে এলাকাবাসীকে রক্ষা করতে প্রয়োজন রাতে পুলিশ প্রশাসনের টহল।

Please follow and like us: