স্টাফ রিপোর্টার,প্রেমবাগ অভয়নগর:
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষনা মোতাবেক অভয়নগরের সকল ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র গত মার্চ”২০ খ্রি. বিতরনের কথা থাকলেও বিশ্ব মহামারী করোনার কারনে তা স্থগিত করা হয়। গত নভেম্বরে বাংলাদেশ নির্বাচন কমিশনের পুনঃ ঘোষনা মোতাবেক ২০/১২/২০২০ থেকে অভয়নগরে ইউনিয়ন ভিত্তিক স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন শুরু হয় এবং গতকাল পর্যন্ত অভয়নগরের ৮টি ইউনিয়নের মধ্যে ৫টিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন সম্পন্ন হয়েছে। বাকি ৩টির মধ্যে ২টি ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন অব্যহত থাকবে এবং ১নং প্রেমবাগ ইউনিয়নে ১৩,১৪ ও ১৫/১/২১ তারিখের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিরতন আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি কর্মকর্তা জনাব তপন কুমারের কাছে বিতরন বন্ধ হওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, প্রেমবাগ ইউনিয়নের ১টি ওয়ার্ডের (বাঘুটিয়া গ্রাম) স্মার্ট জাতীয় পরিচয়পত্র এখনও বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অভয়নগর উপজেলা নির্বাচন অফিসে না পৌছানোর কারনে নির্ধারিত তারিখে বিতরন সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন অফিস থেকে রিপোর্ট করা হয়েছে, চলতি মাসের ১১/১২ তারিখে বিতরনের নতুন তারিখের ঘোষনা আসতে পারে বলে আমরা মনে করছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন যদি কেউ ব্যাক্তিগত সমস্যার কারনে দেশের বাইরে অথবা দূরে অবস্থান করে থাকেন তবে তারা পরবর্তিতে উপজেলা নির্বাচন অফিসে স্বশরীরে এসে কার্ড গ্রহন করতে পারবেন।