এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৭ জুলাই

http://www.71news24.com/2019/03/18/1128

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৭ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

ওইদিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এরমধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইসএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১১ মে আর ১২ থেকে ২১ মের মধ্যে শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। গত বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

Please follow and like us: