আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে হত্যা করেছে বিএনপি। সেই বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন কিবরিয়ার ছেলে। এটি অত্যন্ত লজ্জার ও পরিতাপের বিষয়।
শনিবার বিকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, একটি কথা না বললেই নয়। অত্যন্ত দুঃখের বিষয়, হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ নিয়ে যিনি দাঁড়িয়েছেন, তার পিতার (শাহ এএমএস কিবরিয়া) হত্যাকারী ওই ধানের শীষ। বিএনপি শাহ কিবরিয়াকে হত্যা করেছে। সেই কিবরিয়ার ছেলে আজকে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করে, এর চেয়ে লজ্জার আর কিছু থাকে না। এটি অত্যন্ত পরিতাপের বিষয়।
প্রসঙ্গত, হবিগঞ্জ-১ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন কিবরিয়াপুত্র অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া।
এটি অত্যন্ত লজ্জার ও পরিতাপের বিষয় : শেখ হাসিনা
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: