ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় স্বাধীনতার স্থপতিকে স্মরণে করে মোনাজাত করেন বঙ্গবন্ধুর দুই কন্যা। এরপর, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনগুলো। স্বাধীনতার চেতনায় অপশক্তি প্রতিহত করার প্রত্যয় জানায় নেতাকর্মীরা।
৭ মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাষনের ঐতিহাসিক দিন উপলক্ষে, রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে মোনাজাতে অংশ নেন,বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে, দলের অঙ্গ সংগঠনগুলো ও সাধারণ মানুষের। ফুল দিয়ে তার শ্রদ্ধা জানায় জাতির স্বাধীনতা স্থপতি অবিসংবাদিত নেতার প্রতি।