একাত্তর নিউজ, যশোর অফিস :
এসএসসি ১৯৯২ যশোরের শিক্ষার্থীদের আয়োজনে শুক্রবার যশোরে এক মিলন মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে ৯২ সালের এসএসসি’র পরীক্ষার্থীরা অংশ নেন।
আয়োজনের মধ্যে ছিল, র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, প্রীতিভোজ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথমবারের মতো এসএসসি ’৯২ প্লাটফর্মের যশোরের শিক্ষার্থীরা এই আয়োজন করে। সকালে অনুষ্ঠানের শুরুতে ২৯ বছর পর বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে কেক কাটেন এবং নানা স্মৃতিচারণে মুখরিত হয় অনুষ্ঠান অঙ্গন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের চৌগাছার বাসিন্দা বর্তমানে পিরোজপুর জেলার প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, খুলনা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাজাহারুল ইসলাম,
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব ও বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ড. ইকবাল কবির জাহিদ, যশোর জেনারেল হাসপাতালের হার্ট স্পেশালিস্ট ডাক্তার তৌহিদুর রহমান বাবু, শিশুরোগ কনসালটেন্ট ডাক্তার এনাম উদ্দিন শিপন, মণিরামপুরের মদনপুর ডিগ্রি
কলেজের সহকারী অধ্যাপক মমিনুর রহমান, খুলনার সরকারি এমএম সিটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল করিম, যশোরের অভয়নগর থানার ওসি শামীম হাসান, অভয়নগরের বিশিষ্ট ব্যবসায়ী শাহ এম জিলানী প্রমুখ।
আয়োজক কমিটির মধ্যে ছিলেন ইমরান কবির মুন, আব্দুল আলীম, ইরফান আলী, মাসুম নেওয়াজ রিন্টু, শাহরিয়ার হক রিফাত, জাহিদুর রহমান,
কামাল হোসেন, তাজুল ইসলাম, মশিয়ার রহমান, মনিরুজ্জামান, হাবিবুর রহমান লেন্টু, হারুর অর রশিদ, গোলাম হোসেন, মনিরুল ইকবাল মিলন এবং তারিক মাহবুব প্রমুখ।