ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেনতায় কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন ইউএনও

http://www.71news24.com/2019/03/18/1128
আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস: যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের আওতায় সকল ইউনিয়নে ডেঙ্গু বিষয়ক সচেনতা গড়ে তুলতে বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসারের রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপজেলার মধ্যে ডেঙ্গু প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার। ডেঙ্গু প্রতিরোধে তিনি বলেন, আমাদের নিজেরা যদি পরিস্কার পরিছন্ন থাকি তাহলে আমরা ডেঙ্গু প্রতিরোধে করতে সক্ষম হবো। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রমে আমি সকল প্রকার সহযোগিতা প্রদান করবো। উক্ত সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, সহকারি কমিশনার (ভূমি) সাধন কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও সাংবাদিকবৃন্দ।
Please follow and like us: