ঝিকরগাছায় পরিবেশবান্ধব কৌশলে পোকা দমন ব্যবস্থাপনায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

http://www.71news24.com/2019/03/18/1128

ঝিকরগাছায় পরিবেশবান্ধব কৌশলে পোকা দমন ব্যবস্থাপনায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৫নং পানিসার ইউনিয়নের বেজিয়াতলা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প এর আওতায় বৃহস্পতিবার সকাল ১০টা হইতে সারাদিন ব্যাপী পোকা দমন ব্যবস্থাপনা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পানিসারা ইউনিয়ন চেয়ারম্যান নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সমীর কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: এমদাদ হোসেন সেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক সুধেন্দু শেখর মালাকার, এবিডি(পিপি) সুশান্ত কুমার তফাদার, ঢাকার খামারবাড়ীর পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের সিনিয়র মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার শরীফ উদ্দিন আহম্মদ, বিডি উৎপল রায়, উপজেলা কৃষিবিদ দীপঙ্কর দাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মাহাবুব আলম রনি, উপ সহকারী উদ্ভদ সংরক্ষণ অফিসার আব্দুল হক, উপ সহকারী কৃষি অফিসার কাজিম উদ্দীন, কামরুজ্জামান, শ্যামল কুমার নাথ, শরিফুল ইসলাম, শেখ বিল্লাল উজ্জামান, রয়েল হোসেন, আফরোজা আক্তার, আইয়ুব হোসেন, অর্ধেন্দু পাড়ে, শিমুল রায়, হাসানুজ্জামান পগার, মফিজুর রহমান, আব্দুল আওয়াল, ইউজেডপিও কমিটির সভাপতি হাসানুজ্জামান ডালিম প্রমুখ।

Please follow and like us: