ঝিকরগাছায় ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও ৬৮ ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

http://www.71news24.com/2019/03/18/1128

 

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলায় ২০১৮-২০১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও পিতৃমাতৃহীন ৬৮জন ছাত্রী মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপভাইজার মোঃ কামরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সহকারী ভূমি কমিশনার সাধন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএস.এম জিল্লুর রশিদ, উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ, থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজ্জামান, উপজেলা সামাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাশ, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা যুবলীগের সদস্য জাফিরুল হক, এমামুল হাবিব জগলু, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক মাহবুব হাসান বরি সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।

 

Please follow and like us: