দেওয়ানবাগী পীর মারা গেছেন -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ২৪. ডেক্সঃ

বাংলাদেশের বহুল আলোচিত রাজধানীর মতিঝিলের আরামবাগে বাবে রহমত দেওবাগ শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী পীর সাহেব সৈয়দ মাহবুব-এ-খোদা (মাঃআঃ) দেওয়ানবাগী আজ সোমবার ২৮ ডিসেম্বর ২০২০ ইং, ভোর ৬ টা ৪৫ মিনিটে মারা গেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টায় তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন দেওয়ানবাগী পীরের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, ভোর সাড়ে ৫টার পর তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

 

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আরামবাগের দেওয়ানবাগ শরিফে তার অনুসারীদের ঢল নামে।

 

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে তার মৃত্যুর গুজব ছড়ায়। সে সময় তিনি ইউনাইটেড হাসপাতালে কিছুদিন চিকিৎসা নিলেও মৃত্যুর খবরটি সঠিক ছিল না।

Please follow and like us: