দেশের অর্থনীতি এখন উর্ধ্বগতিতে আছে : আতিউর রহমান

http://www.71news24.com/2019/03/18/1128

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচনকে কেন্দ্র করে যে কর্মকান্ড চলছে, এখনো পর্যন্ত দেশের অর্থনীতির ক্ষতি হবে এমন কোনো নেতিবাচক দিক দেখছি না।  তিনি আরও বলেন, নির্বাচনের কারণে গ্রাম-গঞ্জে অনেক অর্থ যাচ্ছে। এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অর্থনীতি আরও গতিশীল হবে। গ্রামেগঞ্জে টাকা বেশি গেলেও ম্যাক্রো অর্থনীতির ওপর কোনো প্রভাব ফেলবে না। বরং অনেক চাহিদা তৈরি হবে। সে চাহিদার কারণে ছোট ছোট উদ্যোক্তা, যারা চা বিক্রেতা, ভ্যান চালক, মাংস বিক্রেতা, ডেকোরেটর মালিক তাদের আয় বাড়বে। এমন আরও অনেক ছোট উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্য বেশি হবে।

এক প্রশ্নের জবাবে ড. আতিউর রহমান বলেন, দেশের অর্থনীতি এখন উর্ধ্বগতিতে আছে। আমার ধারণা, এমন গতিশীল অর্থনীতিকে টিকিয়ে রাখতে ভোটাররা সেই ট্রেনে উঠবে যে ট্রেনের গতি বেশি। যে ট্রেন ধুকে ধুকে চলবে, সে ট্রেনে মানুষ উঠতে চাইবে না। অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ২০০৮ সালের ৯১ বিলিয়ন ডলারের অর্থনীতি বেড়ে এখন ২৮৫ বিলিয়ন ডলারের ইকোনোমিতে পরিণত হয়েছে। এতে বোঝা যাচ্ছে দেশের ইকোনোমি বাড়ছে। তাই মানুষ অর্থনীতির এই উর্ধ্বগতির দিকেই থাকবে বলে আমার প্রত্যাশা।

Please follow and like us: