এম. মিজানুর রহমান (লিটন),একাত্তর নিউজ: সাহসী ও প্রতিথযসা সাংবাদিক দক্ষিণবঙ্গের সাংবাদিকদের হৃদয় গগণের ধ্রুবতারা, নওয়াপাড়া প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক মরহুম আসলাম হোসেন এর অকাল মৃত্যুতে প্রেসক্লাব বসুন্দিয়া’র কার্যালয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার দুপুর ২টায় শোক প্রকাশ ও দোয়া-মাগফেরাতের সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি শেখ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাদক্ষ আব্দুর রশিদ, সদস্য শামীম হোসেন, সাইদ ইবনে হানিফ, শেখ গফফার রহমান, মিজানুর রহমান লিটন, মোঃ রাসেল হোসেন, শেখ আব্দুল গফ্ফার, অমল কৃষ্ণ পালিত, এ্যাডঃ মুরাদ হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নেতা আসলাম হোসেনের অকাল মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারিয়েছি। যে শুণ্যস্থান আর কখনও পূরণ হবার নয়।