দৈনিক নওয়াপাড়া’র প্রকাশক ও সম্পাদক আসলাম আর নেই – 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর  নিউজ, যশোর অফিস :

বিশিষ্ট সাংবাদিক দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি ঢাকা ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুস্থ অবস্থায় তিনি বেশ কিছু দিন এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সদালাপী আসলাম হোসেন নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিরও সভাপতি  ছিলেন। তিনি স্ত্রী , এক মেয়ে এবং এক ছেলে ছাড়াও অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে সাংবাদিকসহ নওয়াপাড়ার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে মরহুম আসলাম হোসেনের নামাজে  জানাজা আজ বাদ মাগরিব নওয়াপাড়া পির বাড়ী মাদ্রাসা মাঠে অনুষ্টিত হবে হবে বলে  জানাগেছে। দ্বিতীয় জানাজা হবে তার গ্রামের বাড়ি শংকরপাশা নূরানী মাদ্রাসা মাঠে । এরপর তাকে সমাহিত করা হবে। সবাইকে তার জানাজায় শরিক থাকার জন্য অনুরোধ করা  হয়েছে।

Please follow and like us: