বসুন্দিয়ায় নব-নির্বাচিত এমপি এনামুল হক বাবুলের নির্বাচনোত্তর মতবিনিময়

http://www.71news24.com/2019/03/18/1128

 

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নব নির্বাচিত যশোর-৪ আসনের এমপি এনামুল হক বাবুলের মতবিনিময় ও ফুলেল গণ সংবর্ধনা প্রদান করা হয়।

২১ জানুয়ারি রবিবার বিকাল তিনটায় জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদানের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে মত বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অহেদুর রহমান। সাবেক যুবলীগ নেতা ও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত এমপি এনামুল হক বাবুল।

উচ্ছসিত জনতা শ্লোগানে এবং ফুলে ফুলে বরণ করে নেয় প্রিয় সংসদ সদস্যকে। এসময় সংসদ সদস্য এনামুল হক বাবুল আপ্লুত হয়ে সকলের ভালবাসায় সিক্ত হন। তিনি মত বিনিময় শেষে সকলের আন্তরিকতা ও সদিচ্ছা কামনা করে বলেন, আমরা সকলেই বাংলাদেশ আওয়ামীলীগের অব্যাহত উন্নয়নের অগ্রযাত্রা সহযাত্রী। সর্ব পর্যায়ে আরও উন্নয়নের লক্ষ্যে কর্তব্য পরায়ণ হয়ে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করবো, যেন আমার নির্বাচনী এলাকার সকল জনগণের সামগ্রীক উন্নয়ন সম্ভব হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যশোর জেলা সভাপতি মোঃ কামাল হোসেন, তথ্যও গবেষণা সম্পাদক শেখ গফ্ফার রহমান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, অভয়নগর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ কামরুজ্জামান সহ বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপিত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ খান, সাংগাঠনিক সম্পাদক হারুন অর-রশীদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক  মোঃ নজরুল ইসলাম, ০৪নং ওয়ার্ড সদস্য মোঃ আতিয়ার রহমান খান, ০৫নং ওয়ার্ড সদস্য মোঃ কাদের, ০২নং ওয়ার্ড সদস্য শওকত জাহান সুপ্ত, ০৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ০২নং ওয়ার্ডের  সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, ০৮নং ওয়ার্ডের  সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, শেখ ফারুক হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড এর আওয়ামীলীগ ও অংগ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: