শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
যশোর-সদর উপজেলার শিল্পাঞ্চালখ্যাত বসুন্দিয়ায় প্রতি বছরের ন্যায় এবারও ‘বসুন্দিয়া একুশ উদযাপণ পরিষদ এর আয়োজনে তিন দিন ব্যাপী বইমেলা ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে বসুন্দিয়া মোড়স্থ রেল পথের পশ্চিম চত্বরে। আজ বুধবার এ আয়োজন তিন দিন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্পূর্ণ ব্যাতিক্রমী আয়োজনের বর্ণাঢ্যতায় দুই দিন ব্যাপী অনুষ্ঠান সূচীতে আয়োজক কমিটি এবছর একদিন বৃদ্ধি করে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করে। আয়োজক কমিটির সভাপতি মোঃ শাহজাহান ফরাজীর সভাপতিত্বে সম্পূর্ণ আনুষ্ঠানিকতার সঞ্চালক ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু।
প্রথম দিন প্রতিযোগীতানুষ্ঠানে উদ্বোধক ছিলেন ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল, প্রধান আলোচক ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবিব, বিশেষ আলোচক ছিলেন যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি বাবু দিপংকর দাস রতন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক বাবু জয়ন্ত বিশ্বাস।
দ্বিতীয় দিনের প্রধান আলোচক ছিলেন যশোর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ কাজী ফরিদুল ইসলাম, তৃতীয় ও সমাপণী দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহারুল ইসলাম, অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দীন, বাঘারপাড়ার উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম তিব্বত, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর সরদার, নড়াইলের শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোলক বিশ্বাস এবং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল সদস্য বৃন্দ।
বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থাকার কথা থাকলেও তার অভিভাবক অসুস্থ থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। উপস্থিত অতিথি বৃন্দ তার অভিভাবকের দ্রুত সুস্থতা কামনা করে সকলে দোয়া করেন। একুশ উদযাপনের অনুষ্টান সসঞ্চালনায় ছিলেন মাস্টার মাহফুজুর রহমান। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়ীত্বে ছিলেন ক্যাম্প ইনচার্জ এসআই জাকির হোসেনের নেতৃত্বে বসুন্দিয়া পুলিশ ক্যাম্প।