সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি : সারাদেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় যথাযথ মর্যাদায় ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও পুলিশ প্রশাসন পৃথক পৃথক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
এ দিন সকালে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে। একইদিনে উপজেলা প্রশাসন চিত্রাংকন, বক্তৃতা ও কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি রনজিৎ কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, উপজেলা আ’লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা এমপি রণজিৎ রায়ের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পর র্যালি বের করেন। এরপর দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী।
বিকেলে বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এমপি রণজিৎ কুমার রায় বেলুন উড়িয়ে আনন্দ উদযাপনের উদ্বোধন করেন। এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, রায়পুর উপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন প্রমুখ।