বাঘারপাড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন সভাপতি আব্দুর রশিদ – সম্পাদক আনিসুর রহমান

http://www.71news24.com/2019/03/18/1128

সাঈদ ইবনে হানিফঃবাঘারপাড়া (যশোর) থেকে  ঃ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাঘারপাড়া শাখার কমিটি গঠন করা হয়েছে।

 

সাত সদস্য বিশিষ্ঠ কমিটিতে সভাপতি পদে নিবার্চিত হয়েছেন, চাড়াভিটা রাজা লাইব্রেরীর পরিচালক  আব্দুর রশিদ ও সম্পাদক নির্বাচিত হয়েছেন , বাঘারপাড়া সংবাদপত্রের এজেন্ট ও আল আমিন লাইব্রেরীর পরিচালক মোঃ আনিছুর   রহমান।

 

শুক্রবার (২৯জুলাই) সকালে বাঘারপাড়া প্রেসক্লাব ভবনে জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতে সাধারণ সম্পাদক পদে নিবার্চন সম্পন্ন হয়। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন,  সহঃ সভাপতি- কামরুল ইসলাম মোর্শেদ, সহঃ সম্পাদক ত্বরেক আব্দুল্লাহ , কোষাধ্যক্ষ মোঃ আহাদ আলী, সদস্য নাছির উদ্দিন ও মিনহাজুল ইসলাম।

 

এদিকে আনিসুর রহমান সম্পাদক নিবার্চিত হওয়ায়  তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছন,   খুলনা বিভাগীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও যশোর হাসান বুক ডিপো’র পরিচালক মোঃ  জসিম উদ্দিন ও ঝিকরগাছা বাপুসের সভাপতি হুমায়ুন কবির।

Please follow and like us: