বেনাপোলে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্র উৎসব অনুষ্ঠিত

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি :
ঐত্যিবাহি বেনাপোলের পাটবাড়ি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মী উৎসব নানা উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

বৃস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল ব্রম্মচার্য হরিদাস ঠাকুরের পাটাড়ি আশ্রম থেকে প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি বেনাপোল বাজার প্রদক্ষিন শেষে পুনরায় ঘুরে পাটবাড়ি আশ্রমে এসে শেষ হয়।

রথ যাত্রাটির নেতৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহি অফিসার পুলক কুমার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি অফিসার গৌতম কুমার শীল,বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন, যশোর জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী বৈদ্যনাথ দাস, শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক সুকুমার দেবনাথ,বেনাপোল পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শান্তিপদ গাঙ্গুলি, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উজ্জল বিশ্বাস,। রথযাত্রার আয়োজক পাটবাড়ি যুবপরিষদের সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক গৌতম স্বর্ণকার সুষ্ঠভাবে রথ উৎসব সম্পন্ন হওয়ায় প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় জনগনকে আন্তরিক ধন্যবাদ জানান। উৎসব শেষে সকল ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিরতন করা হয়।

Please follow and like us: