বেনাপোল আমড়াখালী চেকপোস্টে ১৩ টি স্বর্ণের বারসহ আটক-১-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ ,বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টে ১.৪৭৩ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৪০) নামে এক স্বর্ণ পাচারকারিকে আটক করেছেন বিজিবি। বৃহস্পতিবার (১৯ নভে:) বেলা সাড়ে ৯টার সময় বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে যশোর-বেনাপোলগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে এস্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত আশিকুর যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেওলী গ্রামের সৈয়দ আলীর ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোলের আমড়াখালী চেকপোষ্টে সুবেদার শাহীন আলীর নেতৃত্বে যশোর হতে বেনাপোলগামী একটি লোকাল বাসে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সন্ধেহভাজন আশিকুর রহমানের দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে আনিত এবং অভিনব কায়দায় আসামীর কোমরে বেল্টের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় বাধা ১.৪৭৩ কেজি স্বর্ণ (১৩ টি বার) উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি নয় লক্ষ টাকা। উদ্ধারকৃত স্বর্নের বার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Please follow and like us: