বেনাপোল পোর্ট থানা পুলিশের মাইকিং , গুজবে কান দিবেন না

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগছে এমন মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য জনসচেতনতা বাড়াতে পোর্ট থানাধীন প্রত্যেক এলাকায় মাইকিং করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার (২২ জুলাই) সকাল থেকেম বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম এর নিজ দায়িত্বে পদ্মা সেতুতে মাথা ও রক্ত লাগছে এমন মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য পোর্ট থানাধীন প্রত্যেক এলাকার মানুষের মাঝে মাইকিং সহ বেনাপোলের প্রায় সব স্কুল গুলোতে নিজে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের পদ্ম্ সেতুর নিয়ে মিথ্যা বানোয়াট ভুল ধারণা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, যদি তেমন কোন অচেনা কারো গতিবিধি সন্দেহ জনক বা ছেলে ধরা মনে হয় তাহলে কোন প্রকার উত্তেজিত পরিস্থিতির ঘটনা না ঘটিয়ে বা মার পিট করে আইন নিজ হাতে তুলে নিবেন না। বরং সাথে সাথে পুলিশকে জানানোর জন্য তিনি আহ্বান করেন।

Please follow and like us: