বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে হিরোইন ও ইয়াবাসহ আটক-২

http://www.71news24.com/2019/03/18/1128

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৭ পুরিয়া হিরোইন ও ৬৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আটককৃত আসামী- পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২৮) ও পুটখালী জেলেপাড়ার মো: জামাল হোসেনের ছেলে মো: বাহার আলী (২৬)।

২১ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে: কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১২ টার সময় দৌলতপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামস্থ জৈনিক আব্দুল্লাহ এর বাড়ির পার্শ্বে অভিযান চালিয়ে ৬৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ২১ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। অপর দিকে সোমবার (১ জুলাই) রাত ৯ টার সময় পুটখালী বিওপি’র অন্য একটি টহল দল পুটখালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার উপর থেকে ৭ পুরিয়া হিরোইন সহ মো: বাহার আলী নামের আরেক মাদক বিক্রেতাকে আটক করে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা।

তিনি আরো জানান, আটককৃত আসামীসহ ও মাদক দ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us: