একাত্তর নিউজ ডেস্কঃ
ব্যক্তিস্বার্থ, চাওয়া-পাওয়া ভুলে ছাত্রলীগকে জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনের নেতাকর্মীকে জনগণের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে।
সবকিছু ত্যাগ করে নিজের আর্দশ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারলে, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে পারলেই জাতির পিতার আত্মা শান্তি পাবে।
আজ শনিবার বিকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রলীগের প্রতি এ নির্দেশ দেন তিনি।
স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আর্দশ ও নীতি না থাকলে কখনও নেতা হওয়া যায় না। আর সাময়িকভাবে নেতা হওয়া গেলেও সে নেতৃত্ব দেশ ও জাতিকে কিছু দিতে পারবে না।
তিনি আরও বলেন, জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশ ১০ বছরের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বে পরিচিত পেত। এই দেশকে তিনি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারতেন।