“মানবতার ঠিকানা”
—মাহমুদ হাসান যশোরী
…………………………….
মানবতা আজ বিত্তশালীদের দরজায়
কষাঘাত করছে বারবার,
অপেক্ষার প্রহর বড়ই কঠিন শৃঙ্খলে
দন্ডায়মান বাহিরে অপেক্ষায়।
কেমনে থাকি বাঁচিবো কেমনে
আক্রান্ত হয়েছি ক্ষুধায়,
বিলাপ করিতে মাথা ঠুকে আর বলে
কপালে যদি তোমা হতে কিছু জোগায়।
ভূখা আছি মোরা আজ তিন দিন
খাদ্য জুটেনি এ দ্বার ও দ্বার,
দাঁড়াতে এখন সমর্থেরও বাহিরে
না খেয়ে স্ত্রী সন্তান পরিবার।
কথার ঝুলি শুধু বড় বড়’ ই বুলি
সমাজপতিরা শোষন করছে নির্বিচার,
গরীবের হক লুটপাটে ওরা আজিকে
আমাদের করেছে অনাহার।
বিধাতার শিক্ষা বড়ই অধোরা দিয়ে
আমাদের মাঝে অজ্ঞাত করোনা,
জীবন হয়েছে নিষ্পেষিত কোথায় যাবো
বিধি! কোথায় পাব মানবতার ঠিকানা?
/
Please follow and like us: