মেয়াদোত্তীর্ণ পশু ভ্যাক্সিন-ওষুধ বিক্রির দায়ে এডভ্যান্স এনিম্যাল সাইন্স কোম্পানিকে ৭৫লাখ টাকা জরিমানা

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক :   

গরু, মহিষ, ছাগল, মুরগিসহ বিভিন্ন প্রাণীর মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ এবং ভ্যাকসিন বিক্রির দায়ে রাজধানীর ফকিরাপুলের অ্যাডভান্স অ্যানিমেল সায়েন্স কোং-কে ৭৫ লাখ  টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে দুই বছর করে জেল দেয়া হয়েছে।

সোমবার ২৬ আগস্ট দুপুরে ফকিরাপুলের ১৪৯/এ ডিআইটি এক্সটেনশন এভিনিউয়ের চতুর্থ তলার ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় র‍্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম। একই সময় প্রতিষ্ঠানটির লালমাটিয়া হেড অফিসেও অভিযান চালানো হয়।

 

এসময় র‍্যাব দেখতে পায় গরু, মহিষ, ছাগল, মুরগিসহ বিভিন্ন প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেসব ভ্যাকসিন ব্যবহার করা হয় সেগুলোর অনেকগুলোর মেয়াদ শেষ হয়েছে ছয় বছর আগে। অথচ রাজধানীর বিভিন্ন জায়গায় এখনও বিক্রি হচ্ছে এসব ভ্যাকসিন।

 

র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ওই প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভ্যাকসিন জব্দ করা হয়েছে। যার মধ্যে অনেকগুলোর মেয়াদ ২০১২-১৩ সালেই শেষ হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ছয় কর্মকর্তাকে দুই বছর করে জেল দেয়া হয়েছে।

Please follow and like us: