যশোর পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়।
আজ সকাল ০৯.০০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায়ী পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়কে সুসজ্জিত গাড়িতে করে রশি টেনে পুলিশ লাইন্স হতে বিদায় জানানো হয়।
এসময় বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয় সকল সহকর্মীর সাথে কুশল বিনিময় করেন। এসময় পুলিশ লাইন্সে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকল সহকর্মীর চোখে-মুখে তাদের প্রিয় অভিভাবক কে হারানোর চিহ্ন লক্ষ করা যায়। পুলিশ সুপার মহোদয় সকলকে হাত নাড়িয়ে শেষ বারের মত বিদায় নেন।
উল্লেখ্য সদ্য বিদায়ী সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সরকারি চাকরির স্বাভাবিক নিয়মের পরিক্রমায় বদলী সূত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করতে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ যশোরের সকল ঊর্দ্ধতন কর্মকর্তাগণ ও ফোর্সদ্বয়।