যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩

http://www.71news24.com/2019/03/18/1128

আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার ভাতুড়িয়া দাড়িপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম (৫০), কামরুলের স্ত্রী রাবেয়া সুলতানা (৩৫) ও ভাতুড়িয়া পশ্চিমপাড়া এলাকার নূর হোসেনের ছেলে আবুল বাশার (৪০)। আটক কামরুলের বাড়িতে এই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদুল আলম ও মোহাম্মদ হাফিজুল হকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে যশোর সদর উপজেলার ভাতুড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভাতুড়িয়া দাড়িপাড়া এলাকায় কামরুলের বাড়িতে গিয়ে দেশিয় অস্ত্র তৈরির সন্ধান পাওয়া যায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি দেশিয় পিস্তল, ২টি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, বন্দুকের ব্যারেল, লোহার পাতসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। একইসাথে ওই বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। জব্দ তালিকার মাধ্যমে আটককৃতদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

Please follow and like us: