একাত্তর নিউজ ডেস্ক :
যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আনারুল ইসলাম (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। আজ বুধবার(০২ মার্চ) সকালে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম ঘোপ নওয়াপাড়া এলাকায় মৃত ডা. গোলাম রাব্বানীর ছেলে। তিনি ফায়ারসার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মচারী। অবসরের পর তিনি নিজ বাসভবনে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।
নিহতের পরিবার জানায়, আজ সকাল নয়টার দিকে ব্যবসায়ীক কাজে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার নাড়াচাড়া করছিলেন। এমন সময় হঠাৎ একটি অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরন ঘটে।
এ সময় মুক্তিযোদ্ধা আনারুল রক্তাক্ত হলে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং লাশ মর্গে প্রেরন করে।
Please follow and like us: