যশোরে করোনা যোদ্ধা কয়েকজন মানবিক চেয়ারম্যান -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

কামাল হোসেন,একাত্তর নিউজ, যশোর অফিস :  গত বছরে মার্চ মাসে যখন সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে স্থবিরতা বিরাজমান আর

লক্ষ লক্ষ মানুষের প্রানহানি হচ্ছে এবং সারাদেশে চলছে লকডাউন। ঘর থেকে হত দরিদ্র, দিনমজুরেরা, অসহায়, প্রতিবন্দীরা বের হতে পারছে না। একদিকে করোনা সংক্রমন  বিস্তার রোধে সরকারী নিশেধাজ্ঞা অন্যদিকে ক্ষুদার্ত, অসহায় এবং মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের করুন আর্তনাদ। করোনায় কারো মৃর্ত্যু হলে আত্মীয় স্বজনরা কেউ তার শেষ কাজটি জানাজা-সতকারের জন্য কাছে আসছে না। ঠিক তখনই যশোরের কয়েকজন করোনা কালীন সম্মুখ সারির যোদ্ধা মানবিক চেয়ারম্যান সাবরা এগিয়ে গিয়েছেন সব সময় খেটেখাওয়া অসহায় মানুষের পাসে।

একাত্তর নিউজ ২৪ডটকম কে প্রায় সব চেয়ারম্যান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, কোন অসহায় মানুষ যেন না খেয়ে কষ্ট না পায় এই জন্য আমরা সব সময় পাসে আছি, এলাকায় কোন বিদেশ থেকে লোক আসলে তাদের ফলোয়াপ করছি, কোন মৃত্যুই কাম্য নয় তবুও করোনায় কেউ মারা গেলে আমরা সাস্থ্য বিধি মেনে জানাজা এবং সতকারের ব্যবস্থা করছি।

তেমনই ৯নং আরবপুর ইউনিয়ন পরিষদের এক করোনা যোদ্ধা চেয়ারম্যানের নাম ফকির শাহারুল ইসলাম 

এই ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বিভিন্ন সময়ে আসা  ভিজিএফ এর চাল করোনা দুর্যোগে ত্র্রান  সহ উপহার সামগ্রী  বিতরন সব সময় নিজে থেকে প্রদান করেন।

করোনা যোদ্ধা আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম আসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করছে – ছবি একাত্তর নিউজ ২৪

যশোর সদর উপজেলার সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম নিজে সব সময় উপস্থিত থেকে এই চাউল বিতরণ করেন। তিনি মানবতার মা প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া চান এবং সকলের উদ্দেশ্যে বলেন দূর্যোগের এই সময়ে আমাদের ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করেছেন।  বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতা হিসাবে ২৩০০ লোককে ৩০০০/৪৫০০ করে টাকা প্রদান করেন, আরবপুর ইউনিয়ন ৮৪জন নারীর প্রতিজনকে ৯৬০০ টাকা একসাথে প্রদান করার মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা বিতরণ করেন। প্রতিমাসে ৮০০ করে তিনমাস পর পর ২৪০০ টাকা করে প্রতিজন নারীকে ২ বছরে মোট ২৮,৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করেন। ১০০০ মানুষকে ২৫০০ করে ২৫ লক্ষ টাকা ও জমি আছে ঘর নেই প্রকল্প- ২ আমাদের ইউনিয়ন ২৫ টি ঘর দিয়েছে। এছাড়াও সরকারের অন্যান্য উন্নয়নের তথ্য তুলে ধরেন। সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেেন  ।

যশোর সদরের ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন

যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন  পরিষদ। করোনা মহামারি কালে রাত  দিন  মানুষের পাশে থেকে কাাজ করে যাচ্ছে আরেক সম্মুখ সারির করোনা যোদ্ধা চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ।

রাতের অন্ধকারে ভ্যান চালিয়ে মধ্যবিত্ত পরিবারের মাঝে ও দিনমজুরুদের বাড়ি বাড়ি খাদ্য পৌছায় দেন বসুন্দিয়ার করোনা যোদ্ধা চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল-ছবি একাত্তর ২৪

এই দুর্যোগের  সময়ে বসুন্দিয়া  ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করেছেন।  বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতা হিসাবে ২১০০ লোককে ৩০০০/৪৫০০ করে টাকা প্রদান করেন, বসুন্দিয়া  ইউনিয়ন ৮৪জন নারীর প্রতিজনকে ৯৬০০ টাকা একসাথে প্রদান করার মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা বিতরণ করেন। প্রতিমাসে ৮০০ করে তিনমাস পর পর ২৪০০ টাকা করে প্রতিজন নারীকে ২ বছরে মোট ২৮,৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করেন। ১০০০ মানুষকে ২৫০০ করে ২৫ লক্ষ টাকা দিয়েছে ।

এছাড়া প্রতিটি স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ক্লাব,পাঠাগার এবং অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনে সব সময় সর্বাত্তাক উন্নয়নের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।

যশোর সদরের ৫নং উপশহর ইউনিয়ন

 

অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছে করোনা যোদ্ধা ৫ নং উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু -ছবি একাত্তর২৪

 

যশোর সদরের ২নং লেবুতলা ইউনিয়ন 

করোনা যোদ্ধা লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আলিমুজ্জামান মিলন অসহায় প্রতিবন্ধী দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন এবং সচেতনতা প্রচার করছে – ছবি একাত্তর নিউজ ২৪

যশোর সদরের ৮নং মডেল দেয়াড়া ইউনিয়ন

 

করোনা যোদ্ধা দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আনিছুর রহমান অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন এবং সচেতনতা  প্রচার করছে – ছবি একাত্তর নিউজ ২৪

যশোর সদরের ৭নং চুুুড়ামনকাঠি ইউনিয়ন

করোনা কালীন সময় মানবিক চেয়ারম্যান হিসাবে অবদানের জন্য হিউম্যান রাইটস ভয়েজ তাকে সম্মাননা স্মারক প্রদান করেন-ছবি একাত্তর নিউজ ২৪

 

Please follow and like us: