যশোরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগস্ট পালিত

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক :    

আজ ১৫ই আগস্ট জাতি শ্রদ্ধার সাথে স্মরন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যশোরে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন দোয়া ও অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরনের কিছু খন্ড চিত্র :   

যশোরে দলীয় নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মুর‍্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাবিল আহমদ এমপি –ছবি একাত্তর নিউজ।
যশোরে ১৫ই আগস্ট উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন করেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার –ছবি একাত্তর নিউজ।
বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানান যশোর পৌরসভার চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার –ছবি একাত্তর নিউজ।
যশোর কারবালা মোড়ে যুবলীগ নেতা রাজিবুলের নেতৃত্তে দুস্থদের মাঝে খাবার বিতরন করেন প্রধান অতিথি নাবিল আহমদ এমপি –ছবি একাত্তর নিউজ।
বঙ্গবন্ধুর মুুর‍্যালে ফুলের শ্রদ্ধা জানান ছাত্রলীগের এম এম বিশব্বিদ্যালয়ের সহ-সভাপতি ইমরান হোসেন — ছবি একাত্তর নিউজ।
রাজারহাট: জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  ইমামুল কবিরের আয়োজনে দুস্থদের মাঝে খাবার বিতরন করেন প্রধান অতিথি নাবিল আহমদ এমপি
যশোরে ১৫ই আগস্ট উপলক্ষে ৫নং উপশহর ইউপি চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর আয়োজনে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন করেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার –ছবি একাত্তর নিউজ।
শোক দিবসে যশোর চৌরাস্তায় জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম টগরের আয়োজনে বক্তব্য রাখেন সাবেক এমপি মনিরুল ইসলাম — ছবি একাত্তর নিউজ।
বঙ্গবন্ধুর মুরালে ফুলেরশ্রদ্ধা জানাই যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ — ছবি একাত্তর নিউজ 

 

Please follow and like us: