যশোরে শোকের মাতম চিরনিদ্রায় শায়িত উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ যশোর: যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরজাহান ইসলাম নীরাকে খড়কি কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এশা বাদ যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

যশোর জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলী নিবেদন ক রেন সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নুরজাহান ইসলাম নীরা মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় তাকে তার প্রিয় কর্মস্থল যশোর সদর উপজেলা পরিষদে নেয়া হয়। সেখানে উপজেলা পরিষদের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা পরিষদের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর জানাজার জন্য তার মরাদেহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নেয়া হয়। জানাজার আগে নীরার কফিনে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন,  জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম। এছাড়া যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা ওয়ার্কার্স পাটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শ্রমিকলীগ, জেলা যুবলীগ, জেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা শিল্পকলা একাডেমি, যশোর আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে ভীর শোক প্রকাশ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

পৃথক শোক বিবৃতিতে তারা বলেন, নূরজাহান ইসলাম নীরার মৃত্যুতে যশোর সদর উপজেলাবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনো পূরণ হওয়ার নয়। নীরা জননন্দিত নেত্রী। তিনি বিপদে-আপদে সব সময় সাধারণ মানুষের পাশে থাকতেন।

ঈদগাহ মাঠে তার নামাজে জানাজায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাবেক যুগ্ম-আহবায়ক ফিরোজ খান, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জবেদ আলী, আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান ধাবক, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজ্জামান,  সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার ও শহীদুজ্জামান শহীদ, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, যুগ্ম-আহবায়ক সোলাইমান খান রাফেল প্রমুখ।

Please follow and like us: