সিহাব আরেফীন, একাত্তর নিউজ :
যশোর জেলার “যশোর এসএসসি ৯২” মিলন মেলা আগামী ১৭ডিসেম্বর পিটিআই অর্ডিটরিয়ামের হলরুমে অনুষ্ঠিত হবে। এতে যশোর জেলার অর্ন্তগত যারা এসএসসি ৯২সালে পাস করেছে তাদের ফ্যামিলি সহ অংশ গ্রহন করবে।
বন্ধুদের মিলন মেলার আহবায়ক আইকে মুন ও যুগ্ম আহবায়ক আব্দুল আলিম বলেন আগামী ১৭ডিসেম্বর মিলন মেলার জন্য রেজিষ্ট্রেশনের শেষ তারিখ আগামী ৩রা ডিসেম্বর।
উপস্থিত থাকবেন ৯২বন্ধুদের উতযাপন কমিটির উপদেষ্টা আবু আলী মো:সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসক পিরোজপুর, ড.ইকবাল কবির জাহিদ চেয়ারম্যান, অনুজীব বিজ্ঞান বিভাগ যবিপ্রবি, শাহ মো: জিলানী, বিশিষ্ট সার ব্যাবসায়ী অভয়নগর।
অনুষ্টান সফল করার জন্য ৯২ বন্ধু সকলের সহযোগীতা কামনা করেন।
Please follow and like us: