যশোর খুলনা মহাসড়কে আবারো মৃত্যুর মিছিল-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

রাসেল হোসেন, যশোর (সদর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় যশোর খুলনা মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ১২ মার্চ শুক্রবার সকালে নওয়াপাড়া শহরের ভাঙ্গাগেটে রুপসা পরিবহন ও ট্রাক এবং ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত ও আহত হয়েছেন ০৩ জন।

মহাসড়কে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেদারছে চলে এসকল ইজিবাইক ও মাহেন্দ্র। এছাড়া ট্রাক ও পরিবহনের বেপরোয়া চলাচলের ফল ভোগ করছেন ভুক্তভোগীরা। প্রাণ ঝরছে প্রতিনিয়ত।

খুলনা-যশোর মহাসড়কে খুলনা থেকে যশোরগামী রুপসা পরিবহন (খুলনা মেট্রো-ব-১১-০১৬৩) এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ০৫ জন আহত হন। নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ারফাইটারগন আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।

নিহত দুজনের মধ্যে একজনের নাম শহিদুল ইসলাম (৪২)। তিনি ওই অটোরিকশার চালক। তিনি যশোরের অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের ছবর আলীর ছেলে। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।প্রাথমিকভাবে আহত পাঁচ শ্রমিকের নাম জানা যায়নি। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে জাহাজ থেকে ঝুড়িতে করে কয়লা তীরে নামানোর কাজ করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের নিয়ে একটি অটোরিকশা উপজেলার ভাঙ্গাগেট এলাকা থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিল। মশরহাটী এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও ছয় যাত্রী আহত হন। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও নওয়াপাড়া হাইওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us: