একাত্তর নিউজ প্রতিবেদক,যশোর :
ভোরের সাথীর প্রতিষ্ঠাকালিন সদস্য যশোর পৌর সভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশকে আজ সকাল ৭টায় যশোর পৌর পার্কে ভোরের সাথীর পক্ষথেকে সম্বার্ধনা প্রদান করা হয়।
ভোরের সাথীর সিনিয়র সহ সভাপতি মোবাশ্বের বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পলাশ ভাইকে ফুলেল শুভেচ্ছা জানান সহ সম্পাদক রফিকুল ইসলাম আরজু। যশোরের রাজনৈতিক সামাজিক নেতা এডঃ কাজী আব্দুস শহীদ লালের তিরধানে তাঁরপ্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়, সংগঠনের সাধারন সম্পাদক হারুন অর রশীদ স্বাগত বক্তব্য রাখেন। শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন এডঃ মাহমুদ, হাটার সাথীর পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ডাঃ আব্দুর রউফের নেতৃত্বে সদস্যরা। সম্মানার জবাবে মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ বলেন আমি যশোরের নাগরিকদের সাথে নিয়ে যশোর পৌর সভার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবো, যশোর পৌর পার্ককে আরো সুন্দর বিনোদন মুলক করবো। এর পর মেয়রের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সহ সভাপতি আকরামুজ্জামান রবি, শহিদুল হক বাদল, এ এফ এম কামরুজ্জামান, শহিদুজ্জামান চাকলাদার স্বপন ও সভাপতি, ভোরের সাথীর পোষাক উপহার দেন হারুন অর রশীদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জেলা হিসাব সংরক্ষণ কর্মকর্তা জি এম জিল্লুর রহমান।