যশোর বেনাপোলে সর্ণের বারসহ অাটক দুই

http://www.71news24.com/2019/03/18/1128

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৮শ’ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বেনাপোল সীমান্তের রাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোলের বালুণ্ডা গ্রামের আনিসুরের ছেলে রনি আক্তার বাবু (৩০) ও আমলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে এয়াকুব আলী (২৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে পাচারকারীরা দু’টি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৮টি স্বর্ণেরবার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

খুলনা-২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরাম উল্লাহ সরকার আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us: