রাষ্ট্রীয় মর্যাদায় রংপুরের পল্লী নিবাসে পল্লী বন্ধু এরশাদের দাফন

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ তার স্বপ্নের বাসভবন রংপুরের পল্লী নিবাসে সমাহিত করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার বিকাল ৬টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, মঙ্গলবার বাদ জোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে চতুর্থ ও শেষ দফায় এরশাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মরদেহ বহনকারী গাড়িটি আটকে দেয়া হয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা স্লোগান দিয়ে এরশাদকে রংপুরে দাফনের দাবি জানান।

এ অবস্থায় রংপুরের মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে পল্লী নিবাসেই সাবেক রাষ্ট্রপতি এরশাদকে দাফন করার সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি।

প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে অসুস্থবোধ করলে এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Please follow and like us: