শত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক :  শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে, আমাদের ভোট দিয়েছে। মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখবে আওয়ামী লীগ।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন বিশ্বের দরবারে মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে, কেউ যেন খাটো করে না দেখে।

এসময় তিনি শুধু বাংলাদেশের মুসলিম না সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

এছাড়া এবারে বাংলাদেশ থেকে যারা পবিত্র হজ পালন করতে গেছেন তারা যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঈদের দিন প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা ও কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সকল শ্রেণি ও পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

পরে একই স্থানে সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, বিদেশী কূটনীতিক, সিনিয়র সচিবগণ এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

Please follow and like us: