শুক্রবার রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত ৩৯০ জন

http://www.71news24.com/2019/03/18/1128
ছুটির দিন শুক্রবার রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩৯০ জন। এর আগে টানা কয়েকদিন (১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ২৬৯, ৩০৮, ৩১৯, ৪০৩, ৪৭৩, ৫৬০ ও ৫৪৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমারজেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি, মিডফোর্ড ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এখন দুই হাজার ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ পর্যন্ত আট জন মরা গেছেন। শুরু থেকে বিভিন্ন হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৬৫৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ড. আয়েশা আক্তার  বলেন, ‘আজ শুক্রবার হওয়ায় অধিকাংশ বেসরকারি হাসপাতালগুলো রিপোর্ট দেয়নি। তাই রোগীর সংখ্যা কম দেখাচ্ছে। আগামীকাল তারা রোগীর তালিকা দিলে আমরাও আক্রান্তদের তালিকা প্রকাশ করবো। তখন এ সংখ্যা আরও বাড়তে পারে।’

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারিভাবে আট জনের মৃত্যুর কথা জানানো হলেও বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। সর্বোশেষ আনোয়ার খান মডার্ন মেডিক্যালের আইসিইউতে মারা যান ডা. তানিয়া সুলতানা। তিনি সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন।

Please follow and like us: