bidha sina mim

শেষ হলো মিমের ‘সাপলুডু’

http://www.71news24.com/2019/03/18/1128

বিদ্যা সিনহা মিম গত ২৭শে অক্টোবর থেকে মানিকগঞ্জে ‘সাপলুডু’ ছবির শুটিং শুরু করেন। তারপর গাজীপুর, টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পর গত সোমবার এ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন বলে জানান তিনি।

মিম বলেন, টানা এ ছবির কাজ শেষ করলাম। বেশ ভালোভাবেই কাজটি শেষ করেছি আমরা। ছবিটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এই মুহূর্তে শুধু এতটুকু বলতে চাই, ‘সাপলুডু’ ছবির হিরো হচ্ছে গল্প। একটা সুন্দর গল্পকে ঘিরেই এই ছবিটি নির্মাণ হয়েছে। আশা করছি, আমাদের এ কাজটি সবার ভালো লাগবে।

ছবিতে মিমের বিপরীতে আরিফিন শুভ হিরো হিসেবে অভিনয় করেছেন। এর আগে ‘তারকাঁটা’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে ছিলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ‘সাপলুডু’ দিয়ে আবার তারা একসঙ্গে বড় পর্দায় ফিরছেন।

এ ছবিতে আরো অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসানসহ অনেকে। ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল নিজেই। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এ ছবির কাজ শেষ করে নতুন ছবির খবর জানতে চাইলে মিম আরো বলেন, নতুন বেশকিছু কাজ নিয়ে কথা হচ্ছে। নতুন খবর খুব শিগগিরই দর্শকদের জানাব।

উল্লেখ্য, সবশেষ চলতি বছরের জুলাই মাসে মিম অভিনীত ‘সুলতান’ ছবিটি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সে ছবিতে কলকাতার জনপ্রিয় মুখ জিতের বিপরীতে অভিনয় করেন মিম। আমদানি নীতিমালায় এদেশে এ ছবিটি মুক্তি পায়।

এদিকে, বাংলাদেশে মিম অভিনীত ‘দাগ হৃদয়ের’ নামে আরেকটি নতুন ছবি সামনে মুক্তি পাবে। এ ছবিটি পরিচালনা করেছেন তারেক শিকদার। এরই মধ্যে ছবিটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এ ছবিতে মিমের নায়ক হিসেবে দর্শক বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন।

Please follow and like us: