সাত মাসের অন্ধ আরাফাতের চোখের আলো ফিরাতে প্রযোজন তিন লাখ টাকা

http://www.71news24.com/2019/03/18/1128

সাহায্যের অাকুতি পিতা মাতার

নিজস্ব প্রতিবেদক : চটপটে চঞ্চল আরাফাত হোসেন। বয়স মাত্র সাত মাস। ওর মায়া ভরা মুখটা আপন করে নেয় সকলকে। নিজের ভুবন ভোলানো হাসি দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছে । কিন্তু আরাফাত নিজে এখনও পৃথিবীর আলো দখেনি। কিছু বুঝে ওঠার আগেই চোখের আলো হারিয়েছে সে। আরাফাত কর্ণিয়া জনিত রোগে আক্রান্ত । সে আজ অন্ধ । গত ৬ জানুয়ারি ঢাকা শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, শিশুটি আরাফাতের চোখ অপারেশন করা হলে সে দেখেতে পারে। তার জন্য প্রয়োজন তিন লাখ টাকা। তবেই আরাফাত পৃথিবীর আলোতে চলতে পারবে।
যা তার ভ্যান চালক বাবা সাদ্দাম হোসেনর পক্ষে বহন করা অসম্ভব। কি করবেন সাদ্দাস হোসেন। ভ্যানের প্যাডেলে চলে সাদ্দাম হোসেনের পাচঁ সদস্যেও সংসার। আর ছোট ছেলে আরাফাতের চিকিৎসা নিয়ে চিন্তিত পিতা। তাই সন্তানের চোখের আলো ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের সাহায্য কামনা করেছেন ভ্যান চালক সাদ্দাম হোসেন । সাত মাসের অন্ধ আরাফাত কি ভুবন আলো দেখতে পারবে ? মানুষ মানষের জন্য। আমার আরাফাতের জন্য কেন বিত্তবান এগিয়ে আসবে না। এমন অসংখ্য প্রশ্ন এখন শিশু আরাফাতের মায়ের মুখে।
ভ্যান চালক সাদ্দাম হোসেন বলেন, প্রধান মন্ত্রী যদি তাঁর সহযোগিতায় হাত বাড়িয়ে দেন আমার অন্ধ শিশুটি পাবে আলোর সন্ধান। পিতা হিসাবে পৃথিবীতে এটি হবে আমার বড় প্রাপ্তি। আমি প্রধান মন্ত্রীর সাহায্য কামনা করছি।
সাহায্য পাঠানোর ঠিকানা সোনালী ব্যাংক কালেক্টরেট শাখা যশোর, অথবা বিকাশ নম্বর ০১৭২৪৩৪১৬৬১।

Please follow and like us: